মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ০৯ মে ২০২৪, ১৩:১৭, আপডেট: ০৯ মে ২০২৪, ১৩:১৯
বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
বিশ্ব মা দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ‘মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ পোস্টারে দেখা যায়।
এসময় আরো উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা ইমতিয়াজ বকুল, যুবনেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা শাহ পরান, ডা: মুশফিক, আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ।