নিপীড়িতরাই বিজয়ী হবে : রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ০১ মে ২০২৪, ১৯:৫০
সরকার প্রধানকে উদ্দেশ্যে করে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশে যারা নির্যাতিত, নিপীড়িত, প্রতিনিয়ত জেলে যাচ্ছে, জেল থেকে বের হচ্ছে, গণতন্ত্রের কথা বলছে, বাকস্বাধীনতার কথা বলছে, ওরাই বিজয়ী হবে । আপনার পরাজয় অবধারিত।
বুধবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শ্রমিক দলের ডাকা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা।
অতি ডানপন্থী, অতি বামপন্থীরা আমার সরকারকে ফেলে দিতে চায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, এই সভ্যতার যুগে কোনো স্বৈরাচারই দৃষ্টান্ত স্থাপন করেনি যে অনাচার, লুণ্ঠন করে, মহা দুর্নীতি করে, নিজের দেশের টাকা লুট করে, নিজের দেশের টাকা বিদেশে পাচার করে ক্ষমতায় থেকেছে। আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশে ১৭-১৮ কোটি মানুষের মধ্যে সাত কোটি লোক কোনো রকম কাজের মধ্যে আছে। সে কাজকে কাজ বলা যাবে না। একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে বলেছে, '৭ কোটির মধ্যে ৮৫ শতাংশ লোক যে কাজ করছে সেটা খুবই দুর্বল।' অর্থাৎ ছয় কোটি লোক যদি দুর্বল কাজ করে রিকশাচালক বা যে ফেরি করে চলছে, ফুটপাতে চায়ের দোকানদার, এরাতো সরকারের সোশ্যাল কোনো সুযোগ সুবিধা পায় না। কোনো ধরনের রাষ্ট্রীয় প্রটেকশন তারা পায় না। আপনি শেখ হাসিনা শুধু উন্নয়নের কথা বলেন। উন্নয়ন হলে দেশের মানুষ দু'বেলা পেট ভরে খেতে পারতো। আপনি মেট্রোরেলের কথা বলেন সেখান থেকে তো আপনার লোকেরা টাকা নিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে। আর এই ৬ কোটি মানুষ তাদের এক মুঠো ভাত যোগাড় করতেই অনেক কষ্ট হয়ে যায়। দ্রব্যমূল্যের দাম যেভাবে হু হু করে বাড়ছে তাতে একজন রিকশাচালক সারাদিন রিকশা চালিয়ে কয় কেজি চাউল কিনবে? সে তো এক পোয়া পিয়াজ কিনলেই তার সারাদিনের ইনকাম চলে যাবে। বড় বড় বিল্ডিং দেখানোই কি উন্নয়ন, নাকি মানুষের আত্মনির্ভরশীল কর্মসংস্থান করাকে উন্নয়ন বলে।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা