আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণে বিশাল র্যালি
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মে ২০২৪, ১৪:৩৮, আপডেট: ০১ মে ২০২৪, ১৪:৪০
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর উত্তরের উদ্যোগে এক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে পল্টনে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী সমাবেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মো: মহিববুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মজিবুর রহমান ভুইয়া।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো: নুরুল আমিন, ঢাকা মহানগরী উত্তরের সহ সভাপতি মো: মিজানুল হক মহানগরীর সহ-সাধারণ সম্পাদক জামিন মাহমুদ, আব্দুল মান্নান পান্না, অধ্যাপক মো: আব্দুল হালিম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন আহমদ, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুল আলী বাসার, নির্বাহী কমিটির সদস্য মো: মিজানুর রহমান, এম এ রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন থেকে ২৪টি ব্যানারসহ বিপুল সংখ্যাক শ্রমজীবি মানুষ অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা