১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেতাদের মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির মিছিল

- ছবি - নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয় নগর গিয়ে শেষ হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, জসিম উদ্দিন সম্রাট, ঢাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

মিছিলে নেতৃবৃন্দ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


আরো সংবাদ



premium cement