১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতের লোগো - ছবি : সংগৃহীত

বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম রাজুর সঞ্চালনায় ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান।

এ সময় রুকনদের উদ্দেশে তিনি বলেন, শপথের জনশক্তি হিসেবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য হতে হবে। এই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা ইকামাতের দ্বীনের কাজ করি। আর এই কাজ কখনো গোপনে নয়, প্রকাশ্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমাদের একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নেই।

তিনি আরো বলেন, সংগঠন সম্প্রসারণ ও মজবুত করতে হবে। নিঃশর্তভাবে নেতৃত্ব মেনে চলতে হবে। স্বতঃস্ফূর্তভাবে আনুগত্য করতে হবে। আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে। সন্দেহ-সংশয় দূর করতে হবে। ব্যাপকভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে। আগামী ১ বছরের মধ্যে বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলাকে দাওয়াতি তৎপরতার মাধ্যমে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো হবে ইনশাআল্লাহ।

আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য ও সাবেক পাবনা জেলা আমির মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমতাজ উদ্দিন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

সকল