০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু - ছবি : নয়া দিগন্ত

ওয়ারী ও গেন্ডারিয়া থানার অসুস্থ দুই নেতার খোঁজ নিতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।

শুক্রবার বিকেলে অসুস্থ বিএনপির দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারে সাথে কথা বলে খোঁজ-খবর নেন তারা।

গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ফারুক গুরুতর অসুস্থ হয়ে ন্যাশনাল হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে আসেন মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় চিকিৎসকদের সাথে অসুস্থ এই বিএনপি নেতার চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এরপর নেতৃবৃন্দ ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিমের অসুস্থ মমতাময়ী মাকে দেখতে তার বাসভবনে যান।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সাইদুর রহমান মিন্টু (দফতরের দায়িত্বে), সাব্বির আহমেদ আরেফসহ ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement