অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দীর্ঘদিন থেকে অসুস্থ কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য এবং সাবেক কেন্দ্রীয় অফিস সেক্রেটারি অধ্যাপক মাযহারুল ইসলামকে দেখতে তার বাসায় গিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার বাসায় যান।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় অফিস বিভাগের সিনিয়র কর্মকর্তা মো: মোতালেব মিয়া। তিনি সেখানে কিছু সময় কাটান, তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি উপস্থিত সকলকে নিয়ে অধ্যাপক মাযহারুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।
উল্লেখ্য, এ সময় তিনি আব্দুল কাদের মোল্লা ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম অধ্যক্ষ মাওলানা আবু তাহের সাহেবের বাসায় গিয়ে পরিবারের লোকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
প্রেস বিজ্ঞপ্তি