১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘দ্বীনের পথে মজবুত ভূমিকা পালনে আমাদেরকে এগিয়ে যেতে হবে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘মাহে রমজান আমাদেরকে গুনাহ বর্জন করে জীবনকে সুন্দর ও পরিমার্জিত করার যে বার্তা নিয়ে এসেছিল, তার আলোকে আমাদের জীবনে অগ্রগতি কতটুকু অর্জিত হয়েছে তা পর্যালোচনা করে সামনের দিনগুলোতে আল্লাহর দ্বীনের পথে মজবুত ভূমিকা পালনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ।’

রোববার রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা আবদুল হালিম বলেন, ‘ঈদ সত্যিকার অর্থে তাদের জন্য, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালাকে ভয় করে নিজেদের মানকে উন্নত করতে পেরেছে। ঈদ পুনর্মিলনীর বার্তা হবে, আমরা আমাদের আমলকে এবং জীবনকে উন্নত করার মাধ্যমে আল্লাহ তায়ালার একজন প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, রংপুর মহানগর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement