জামায়াত নেতা ড. মান্নানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ এপ্রিল ২০২৪, ১৫:১৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিনের সহকারি সেক্রেটারি বিশিষ্ট লেখক, গবেষক শিক্ষাবিদ ড. আব্দুল মান্নান পবিত্র ঈদ-উল ফিতরের দ্বিতীয় দিন শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার নিজ গ্রাম ভদ্রডাঙ্গায় সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
তিনি পর্যায়ক্রমে ডাক্তার, ব্যাংকার্স, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বিকেলে মোল্লাপাড়া তিন গম্বুজ মসজিদে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।
উপজেলা জামায়াত নেতা মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আমির মাওলানা সিদ্দিকুর রহমান, রায়পুর ইউনিয়ন আমির প্রভাষক গোলাম ইয়াহইয়া, জহুরপুর ইউনিয়ন জামায়াত নেতা মনজুর কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, শহরের সাবেক সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা সাবেক সভাপতি আব্দুস সবুর, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা পূর্ব জেলা প্রকাশনা সম্পাদক মুহিব্বুল্লাহ হুসাইন, বাঘারপাড়া পৌর সভাপতি বুরহান উদ্দিন উপজেলা দক্ষিণ সভাপতি রানা ইসলাম, খাজুরা সাথী শাখার সভাপতি এবি মুনতাসির প্রমুখ।
ড. মান্নান ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এদেশের জমিন ইসলামি আন্দোলনের নেতাকর্মীদের রক্ত ও চোখের পানিতে শিক্ত হয়েছে। সুতরাং কারো চোখ রাঙানি আমরা ভয় করি না, ভোট চোর লুটেরা চোরের মতোই থাকবে, আমরা প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌছে দিয়ে আমাদের বিজয় নিশ্চত করবো ইনশাআল্লাহ।
তিনি ছাত্রদের বিভিন্ন সমস্যার কথা শুনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়া ঈদের দিন বিকেলে একটি জানাযায় অংশ গ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি