১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারকে যুবদলের ঈদ উপহার

ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারকে যুবদলের ঈদ উপহার - ছবি : নয়া দিগন্ত

বিএনপির ডাকা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে যুবদলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে সংগঠনটি।

রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার দেয়া হয়।

যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ক্ষতিগ্রস্থ নেতাকর্মী ও পরিবারের মাঝে এই ঈদ উপহার তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কামরুজ্জামান দুলাল, দীপু সরকার, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, সাহিত্য ও প্রচার সম্পাদক মেহবুব মাসুম শান্তসহ কেন্দ্রীয় যুবদলের, ঢাকা মহানগর উত্তর–দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী ।


আরো সংবাদ



premium cement