শনিবার বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ এপ্রিল ২০২৪, ২১:৩৭
পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার মন্ত্রীর একান্ত সচিব মো: আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বান্দরবান সফরের কথা উল্লেখ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘শনিবার ৬ এপ্রিল ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় তিনি উপস্থিত হবেন। পরে মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।’
এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
ওইদিন দুপুরেই বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে তার যাত্রা করার কথা রয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা