গণমানুষের মুক্তির জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই : আব্দুর রহমান মূসা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ১৮:১৫
গণমানুষের মুক্তির জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
দেশের প্রত্যেক নাগরিকের দুই হাতকে কর্মের হাতিয়ারে পরিণত করতে পারলেই দেশ ও জাতিকে আত্মনির্ভরশীল করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আদাবর থানা আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালামালসহ ভ্যান, নগদ অর্থ ও ফার্মেসির জন্য ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির আল আমীন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ ও জাতি গঠনের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। মূলত, গণমানুষের কল্যাণকামীতায় জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভর করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সে ধারাবাহিকায় আজ আমরা শ্রমজীবী মানুষের মধ্যে মালামালসহ ভ্যান, নগদ অর্থ ও ওষুধ বিতরণ করছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা ও স্বদিচ্ছা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করতে সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, নাগরিকের যেকোনো সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশ কল্যাণ রাষ্ট্র না হওয়ায় এবং দেশে ন্যায়-ইসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের ক্ষমতা রক্ষার কাজে ব্যস্ত রয়েছে। তাই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা ও দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মোহাম্মদপুরে ঈদ সামগ্রী বিতরণ
মোহাম্মদপুর উত্তর থানার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক জিয়াউল হাসান। আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।
রামপুরায় রিকশা বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা দক্ষিণ থানা আয়োজিত তিনজন শ্রমজীবী যুবকের মাঝে রিকশা বিতরণ কার হয়েছে। রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা।
থানা আমির ইঞ্জিনিয়ার আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।
আইনজীবী বিভাগের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আইনজীবী বিভাগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট রোকন রেজার পরিচালনার ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শরীফ উদ্দীন খন্দকার, অ্যাডভোকেট বেলায়েত হোসেন সুজা, অ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট এম আর মাসুদ, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট নিজাম মাহমুদ, অ্যাডভোকেট শাহজাদা সাকিল, ব্যারিস্টার তারিকুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আব্দুল বাতেন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা