নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিতে আন্দোলন থেমে নেই : রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ০১ এপ্রিল ২০২৪, ১৩:২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেই পরিবেশ নিশ্চিত করার যে আন্দোলন সেটি থেমে নেই, সে আন্দোলন অব্যাহত আছে।
আজ সোমবার সকালে নয়াপল্টনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ২০১৮ সালে দেখেছি নিশিরাতে নির্বাচন, তার আগে দেখেছি একতরফা নির্বাচন, এবারে দেখলাম ডামি নির্বাচন। এ সমস্ত ভেলকিবাজির নির্বাচন দিয়ে জনগণের দৃষ্টিকে আড়াল করা যাবে না।
তিনি বলেন, সত্যিকারের নির্বাচন, যে নির্বাচনে ভোটারা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেই পরিবেশ নিশ্চিত করার যে আন্দোলন সেটি থেমে নেই, সে আন্দোলন অব্যাহত আছে।
ভারত গণতান্ত্রিক দেশ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশ হওয়ার পরও প্রতিবেশী দেশ হিসেবে তারা বাংলাদেশের একটি দলকে পছন্দ করে। সেই সাথে এ দেশের সকল অবৈধ নির্বাচনে স্বীকৃতি দিয়েছে। ভারতের এমন আচরণে একটি দেশের সাথে যে বন্ধুত্ব সেটি কিন্তু প্রতিফলিত হয় না। ভারতের নানা অন্যায় নিয়ে সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ চলছে। এটি ন্যায়সঙ্গত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা