০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

খালেদা জিয়াকে চিকিৎসা জন্য বিদেশে পাঠানোর আহ্বান জামায়াতের

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমান - ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেগম খালেদা জিয়াকে উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো আহ্বান জানিয়েছে দলটি।

রোববার (৩১ মার্চ) দলটির আমির ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিৎ। এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার। তার চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো রাজনীতি করা উচিৎ নয়। তার চিকিৎসার ব্যবস্থা সাংবিধানিক অধিকার। কোনো রকম কালবিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement