১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘কুরআন দিয়ে পরিচালনার মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিত করতে হবে’

- সংগৃহীত

‘কুরআন নাযিলের মাসে সমাজের প্রত্যেক স্তর কুরআন দিয়ে পরিচালনার মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিত করা শপথ আমাদের করতে হবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর শহীদ হাফেজ মানসুর আহমেদ মিলনায়তনে ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মু. সালাহউদ্দিন, সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মীর শিহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাকিল প্রমুখ।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘একজন হাফেজে কুরআনকে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে অনেক সম্মানিত করবেন। তাই প্রত্যেক হাফেজকে ভালো আলেম হতে হবে এবং কুরআনের আহ্বান সমাজের কাছে উপস্থাপন করতে হবে। ৩০ পারা কুরআনকে হৃদয়ে ধারণা করা মানুষগুলো যদি আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্র-সেনানী হিসেবে ভূমিকা পালন করে তাহলে এই জমিনে কুরআনের বিজয় ঠেকিয়ে রাখার সাধ্য কারোর নেই।’

তিনি বলেন, ‘এ জন্য কুরআন নাজিলের মাসে আমাদের শপথ নিতে হবে সমাজের প্রত্যেক স্তরে কুরআন দিয়ে পরিচালনার মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিত করা, যা আজ থেকে আরবের বুকে মানবতার দূত হযরত মুহাম্মদ সা. প্রতিষ্ঠা করে গেছিলেন। আমরা সেই সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি সমস্ত বাধা বিপত্তি মাড়িয়ে। আশা করি, আপনারাও আমাদের এই সংগ্রামে অংশ নেবেন।’

তিনি আরো বলেন, ‘আজকের এই সংবর্ধনা খুবই ক্ষুদ্র আয়োজন তাদের জন্য তো মহাপুরষ্কার জান্নাত অপেক্ষা করছে।’

তিনি সবার কাছে আশা রাখেন যেন সবাই তাদের ভবিষ্যত প্রজন্মকে হাফেজে কুরআন বানানোর মাধ্যমে ধারাবাহিকতা বজায় রাখেন।

শাখা সভাপতি বলেন, ‘ইসলাম পালন করা যেমন ফরজে আইন, তেমনি তা সমাজে প্রতিষ্ঠা করা ফরজে আইন। আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত। মানে নামাজ কায়েম করো। সেই আল্লাহই বলছেন, ওয়াকিমুত দ্বীন। মানে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে। দুটিই সরাসরি আল্লাহর কথা, কোরআনের আয়াত। সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা একাকী সম্ভব নয়, দলবদ্ধভাবে সেটা করতে হয়। তাই আসুন আল্লাহর এই জমিনে সকল প্রকার মানব রচিত মতবাদকে মূলচ্ছেদ করে ইসলামকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই।’

তিনি ছাত্রশিবিরের আহ্বানে সাড়া দেয়ায় সকলকে ধন্যবাদ জানান।

আয়োজনে উপস্থিত অর্ধশতাধিক হাফেজে কুরআনকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, টুপি,আতর এবং মিসওয়াক উপহার প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement