১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘জানমালের কোরবানির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘রাসূল (সা.) তার দ্বীন প্রতিষ্ঠার মিশনকে সফল করার জন্য সর্বোচ্চ কোরবানি পেশ করেছিলেন। আসহাবে রাসূল (সা.)-রাও এই কাজে পেশ করেছিলেন জানমাল কোরবানির নজরানা। তাই অপরাধ প্রবণ ও অশান্ত আরব ভূখণ্ডে একটি সোনালী ও আলোচিত ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আজও যদি আমরা দ্বীনে হক্বের আহ্বানে আমাদের জানমাল এবং সময়ের কোরবানির দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে আমাদের প্রিয় বাংলাদেশেও ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। তিনি জানমালের সর্বোচ্চ কোরবানির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সকল শ্রেণির জনশক্তিকে ময়দানে বলিষ্ঠ ও অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করার আহ্বান জানান।’

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত পৌরসভা/ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের এক ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এ,বি,এম কামাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির জনাব মো: শাহিনুর ইসলামসহ জেলা ও থানা নেতারা।

রফিকুল ইসলাম খান বলেন, ‘পবিত্র কুরআনে বহু স্থানে আল্লাহ আগে মাল দিতে বলেছেন। কেননা, জান চলে গেলে মাল দেয়ার আর সুযোগ থাকে না। তাই আল্লাহর পথে আগে মাল পরে জান দেয়ার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হবে। কারণ, দ্বীনই হচ্ছে প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্য।’

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমাদেরকে জানমাল দিয়ে, আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা দেখিয়ে ইসলামকে বিজয়ী করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। কোন পরাশক্তির ওপর আমরা নির্ভর করি না। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারণ, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের মোকাবেলা করে ইসলামী আন্দোলন এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’

মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। তাই যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হোক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না বরং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই একদিন নিঃচিহ্ন হবে, ইনশাআল্লাহ।’

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘ইসলাম পরাভূত হওয়ার জন্য নয় বরং বিজয়ী হওয়ার জন্য এসেছে। ইসলামী আন্দোলনের ওপর চলমান জুলুম-নির্যাতনে হতাশ ও হতোদ্দম হওয়া যাবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ময়দানে টিকে থাকতে হবে।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল