আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ২০:১৪
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বাংলাদেশের মানচিত্রে আধিপত্যবাদী শকুনের নজর পড়েছে। তারা বাংলাদেশকে করদরাজ্য হিসেবে ব্যবহার করছে। মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পত্তি। তাদেরকে বর্জন করতে হবে।
শুক্রবার বিকেল ৫টায় ৮৫/১ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত ‘রুখো আগ্রাসন-হটাও দুঃশাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে চারনভূমি হিসেবে ব্যবহার করতেই পাকিস্তানকে দুই ভাগ করেছে ভারত। সে উদ্দেশ্যেই তারা ৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহানগর যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর সদস্য সচিব ইমাম উদ্দিন, ইসলামী ঐক্য আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, লেবার পার্টির মহানগর সদস্য মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ সাকিল ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান কেন্দ্রীয় সদস্য মোঃ পারভেজ বেপারী প্রমুখ।