১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি

ড. মুহাম্মদ ইউনূস - ফাইল ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ‘ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি বলে শিক্ষামন্ত্রীর দাবির এক দিন পর বৃহস্পতিবার (২৮ মার্চ) একটি বিবৃতি দিয়েছে ইউনূস সেন্টার।

বিবৃতিতে ইউনূস সেন্টার জানায়, ২০২৪ সালের ১৪-১৬ মার্চ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় বাকু ফোরাম একাদশে বিশিষ্ট বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

বাকু ফোরামের আয়োজক নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সেক্রেটারি জেনারেল রোভশান মুরাদভ ইউনূস সেন্টারে পাঠানো এক ইমেইলে জানান, সম্মেলনে ভাষণ দেয়া ছাড়াও সম্মেলনের সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কোর পুরস্কার গ্রহণ করতে হবে।

বাকু ফোরামের সমাপনী নৈশভোজে প্রফেসর ইউনূসকে ১৬ মার্চ মঞ্চে ‘ট্রি অব পিস’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যোগদানের জন্য বিশেষভাবে স্মরণ করিয়ে দেয়া হয়।

ইউনূস সেন্টার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনেস্কোর এই পুরস্কারের কথা উল্লেখ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রফেসর ইউনূসকে যে ‘ট্রি অব পিস’ পুরস্কার দেয়া হয়েছিল, সেই একই শিল্পীর ভাস্কর্য ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, প্রফেসর ইউনূস ২০২৩ সালের জুনে ইউনেস্কো সদর দফতর পরিদর্শনকালে ইউনেস্কোর ‘ফিট ফর লাইফ’ ফ্ল্যাগশিপের প্রেক্ষাপটে খেলাধুলার মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ইউনেস্কো এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেন।

এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী বলেন, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ‘ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি।

তিনি বলেন, আজারবাইজানের গঞ্জাভি ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূসকে ইসরাইলের একজন ভাস্কর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করেন।

মন্ত্রী বলেন, ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছেন বলে ড. ইউনূস যে দাবি করেছেন তা অসত্য।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল