ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
- ফরিদপুর প্রতিনিধি
- ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০
ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে তারাইল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সজিব ঢালী (২০)। তিনি ফরিদপুরের সদর উপজেলার তুজারকান্দি গ্রামের হাফিজউদ্দিন ঢালির সন্তান।
পুলিশ সূত্র জানায়, ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারাইলে রেললাইনে পাশ থেকে যুবকটির লাশ উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ওসি এম এ জলিল সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয় এডিশনাল এসপি ও আমি পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও পকেটে পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো তাকে হত্যা করে এখানে ফেলে যেতে পারে অথবা রাস্তার পাশে বসে থাকা অবস্থায় ভোর রাতের কোনো ট্রেনের ধাক্কায়ও তার মৃত্যু হতে পারে।