২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০ বিভাগের ১৮ জেলায় আজ জনসমাবেশ বিএনপির

১০ বিভাগের ১৮ জেলায় আজ জনসমাবেশ বিএনপির - ছবি : নয়া দিগন্ত

চার দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১০ বিভাগের ১৮টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। শনিবার দুপুর আড়াইটা থেকে এই কর্মসূচি পালন করবে দলটি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সদস্য শায়রুল কবির খান।

ঢাকা মহানগর দক্ষিণের জনসমাবেশ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনসমাবেশটি মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

এছাড়া অন্য বিভাগের জেলায় থাকবেন :
রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগগের বরিশাল মহানগর ও উত্তর-দক্ষিণে বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তম ও রংপুর বিভাগের দিনাজপুর জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান
বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগের পটুয়াখালীতে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সিলেট বিভাগের মৌলভীবাজারে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রাজশাহী বিভাগের পাবনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও কুমিল্লা বিভাগের চাঁদপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী উপস্থিতি থাকবেন।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জামালপুর জেলায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং রংপুর বিভাগের নিলফামারীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল