২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি-আ’লীগ

সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত আদালত অঙ্গন
সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি-আ’লীগ - ছবি : নয়া দিগন্ত

১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মুখোমুখি স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে আদালত অঙ্গন। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন।

রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দু’দলের সমর্থ কয়েক শ’ আইনজীবী পরস্পরবিরোধী স্লোগান দেন। সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে কয়েক শ’ বিএনপি সমর্থক আইনজীবী ‘ভোট চোর’ ‘ভোট চোর’ বলে স্লোগান দেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন। এতে আদালত অঙ্গনের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে।

রোববার দুপুর ১টার দিকে বিএনপি সমর্থক শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে সভাপতির কক্ষের সামনে আসে। তার আগে সরকার সমর্থক আইনজীবীরা সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বিএনপি সমর্থক আইনজীবীরা আসার পর দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। কিছু সময় এভাবে চলার পর বিএনপি সমর্থক আইনজীবীরা কার্যকরী কমিটির সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) আবদুন নূর দুলাল ঘোষিত নির্বাচন উপকমিটির আহ্বায়ক শাহ খসরুজ্জামানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা বিতর্কিত কাউকে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব না দেয়ার আহ্বান জানান।

এ বিষয়ে অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান বলেন, সম্মিলিতভাবে নির্বাচন না হলে সেই নির্বাচন কমিশনে তো আমি থাকব না।

পাল্টাপাল্টি নির্বাচন উপকমিটি ঘোষণা
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য কার্যকরী কমিটির নির্বাচনের জন্য পাল্টাপাল্টি নির্বাচন উপকমিটি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। রোববার সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ-সম্পাদক (বিএনপি সমর্থিত) মাহফুজ বিন ইউসুফ আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সাত সদস্যের উপ কমিটি ঘোষণা করেন।

এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন সাব-কমিটি ঘোষণা করেন।

সাব-কমিটির অন্য সদস্যরা হলেন- সমিতির সাবেক সহ-সভাপতি এ এস এম মোক্তার কবির খান, ড. মো: গোলাম রহমান ভূইয়া, মোহাম্মদ আশরাফ-উজ-জামান খান, সাবেক সিনিয়র সহ-সম্পাদক মাহমুদ হাসান, বর্তমান কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন ও বর্তমান কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

অন্যদিকে কার্যকরী কমিটির সম্পাদক (আওয়ামী লীগ সমর্থিত) আবদুন নূর দুলাল আইনজীবী শাহ খসরুজ্জামানের নেতৃত্বে সাদ সদস্যের উপ কমিটি ঘোষণা দেন। সম্পাদক আবদুন নূর দুলালের ঘোষিত নির্বাচন উপকমিটির আহ্বায়ক হচ্ছেন শাহ খসরুজ্জামান। সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান, অপূর্ব কুমার ভট্টাচার্য, আব্দুল মালেক, এস এম গোলাম মোস্তফা তারা, মো: আলতাফ হোসেন আমানি ও আবু নাসের স্বপন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা। বাকি সাতটি পদে জিতেছিল বিএনপি সমর্থকরা।

নির্বাচনী তফসিল অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ৫ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কারচুপির প্রতিবাদে সুপ্রিম কোর্ট ও ঢাকা বারে বিক্ষোভ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতির প্রতিবাদে সুপ্রিম কোর্টে ও ঢাকা বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ করে। উভয় বিক্ষোভ সমাবেশে কয়েক শ’ আইনজীবী অংশ নিয়ে ঢাকা বারে ভোট কারচুপির প্রতিবাদ জানান। সমাবেশে ঢাকা বারে ভোট ডাকাতির অভিযোগ এনে আইনমন্ত্রীর পদত্যাগ ও নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান আইনজীবীরা।

সুপ্রিম কোর্টে আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন আইনজীবী আবেদ রাজা, আবদুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, রাগীব রউফ চৌধুরী, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, মো: আক্তারুজ্জামান, মোহাম্মদ কামাল হোসেন, মো: মোর্শেদ আল মামুন লিটন, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, মাহফুজুর রহমান মিলন, এ কে এম এহসানুর রহমান, মো: মাকসুদ উল্লাহ প্রমুখ।

অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপি, নির্বাচনের ফল বাতিল এবং নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে পুনঃভোট গ্রহণের দাবিতে ঢাকা বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অংশ নেন আইনজীবী ওমর ফারুক ফারুকী, খোরশেদ আলম, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, মকবুল হোসেন ফকির, হারুন অর রশিদ ভূইয়া, আবুল কালাম খান, আবদুল খালেক মিলন, আল মামুন, শরিফ উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় হতাহত ৯ নোয়াখালীতে যুবদলকর্মীকে হত্যা, গ্রেফতার ২ সরকারি অফিসারদের বেশিভাগ পতিত সরকারের দোসর : মুজিবুর রহমান রাজনৈতিক খবরে ক্লান্ত আমেরিকানরা, বলছে নতুন জরিপ মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃত নির্বাচনে বিলম্বিত করছে : মির্জা ফখরুল তুরস্ক থেকে স্বদেশের পথে হাজারো সিরীয় শরণার্থী গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন ভিনিসিউস, আছে রোনালদো-নেইমারের নাম সাদপন্থী জিয়া বিন কাসিম গ্রেফতার নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদীবন্দরের কার্যক্রম আজারবাইজানি বিমান বিধ্বস্তের আগে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছিল

সকল