২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
ফেনীতে জাপার সম্মেলন

দেশে গণতন্ত্র নেই : জিএম কাদের

সম্মেলনে বক্তব্য রাখছেন জিএম কাদের। - ছবি : নয়া দিগন্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন দেশে স্বৈরশাসন চলছে। বর্তমানে দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষ সঠিক কথা বলতে ভয় পায়। দেশের মানুষ চেয়ে আছে তৃতীয় শক্তির দিকে। জাতীয় পার্টি হতে পারে সেই বিকল্প শক্তি। জাতীয় পার্টির ওপর প্রতিনয়ত মানুষের আস্থা বাড়ছে, জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দেখছি।

মঙ্গলবার ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরো বলেন, বিভিন্ন সরকার এরশাদের নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পরও তার নাম মুছে দেয়া সম্ভব হয়নি। তার চারটি জানাযায় অভূতপূর্ব লোকসমাগম প্রমাণ করেছে তিনি কত জনপ্রিয়। তিনি যতবার যত আসনে নির্বাচন করেছেন সবকটিতেই জয়ী হয়েছেন। এদেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে ততদিন এরশাদ মানুষের মাঝে বেঁচে থাকবেন।

তিনি বলেন, আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। দুই দলই জনবিচ্ছিন্ন দল, তারা নিজেদের কথা চিন্তা করে। জনগনের কথা চিন্তা করে না। জাতীয় পার্টিকে বলা হয় স্বৈরশাসকের দল। জাতীয় পার্টি স্বৈরশাসন করলে আওয়ামীলী ও বিএনপি কী করছে। আমরা বিরোধী দল হলেও জনগণ আমাদের সেভাবে গ্রহণ করতে পারেনি, এটারও বাস্তবতা আছে।

জিএম কাদের বলেন, আগামীর সরকার জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে। এটা ভুলে যেতে হবে। আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট রয়েছে। তেমনি রয়েছে বিএনপির প্রতিও। বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিলো দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে।

দেশে দুর্নীতি চরমভাবে বিস্তৃত হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাপন অসহনীয় হয়ে উঠেছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায় যারা জনগণের কথা বলবে। বর্তমান সরকার মানুষের ওপর নানাভাবে জুলুম করছে। দুর্নীতিতে জর্জরিত সরকার দলের এমপি-মন্ত্রীরা। এভাবে দুর্নীতিতে শাসকরা জড়িয়ে পড়লে মানুষ যাবে কোথায়?

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয়পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার। সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, সাইদুর রহমান টেপা, লেয়াকত হোসেন খোকা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

সম্মেলনে বর্তমান আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। একইসাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার বেশি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ বিএনপির কেন দেশে গণপিটুনির ঘটনা ঘটছে, আইনে এর শাস্তি কী? কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

সকল