২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সরকারকে পদত্যাগ করতে হবে ব্যর্থতার দায় নিয়ে : ফখরুল

সরকারকে পদত্যাগ করতে হবে ব্যর্থতার দায় নিয়ে : ফখরুল - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগ সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আসুন এই সরকারকে বাধ্য করি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদের ব্যর্থতার দায় নিয়ে। নিরেপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং নিরেপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নিরেপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বুধবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সেচ্চাসেবকদল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শুধু চাল ডাল তেলের দাম কমালে হবে না। আমাদের জীবনকে জীবনের মত চলতে দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে স্বাধীনতা দিতে হবে। ন্যায় বিচার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে জনগনের সেবক হতে হবে।

আজকে ন্যায্য মূল্যে দ্রব্য কিনতে না পারার কারন হিসেবে মির্জা ফখরুল বলেন, ‘এই আওয়ামী লীগ এর সরকার ক্ষমতায় আসার পর থেকে অতন্ত সুপরিকল্পিত ভাবে এদেশের সমস্ত সম্পদকে লুট করে নেয়ার জন্য তারা চতুর্দিকে ফাঁদ পেতেছে। ওই লুট করা টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। সেই বিদেশে পাঠানো টাকা নিয়ে তুলকালাম চলছে কান্ড চলছে সারা পৃথিবী জুড়ে।'

বিএনপির মহাসচিব বলেন, 'তারা (আওয়ামীলীগ) জিনিসপত্রের দাম কমাতে পারে না। কারন এখান থেকে তারা ভাগ পায়। তাদের নেতারাও সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে সেখান থেকে তারা ভাগ খায়। দুর্নীতিতে সারা দেশকে তারা ভরে দিয়েছে।

তিনি বলেন, 'আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারাটা জীবন গনতন্ত্রের জন্য লড়াই করছেন সংগ্রাম করেছেন। এখনও তিনি গনতন্ত্রের জন্য অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। আমাদের স্বপ্ন ভবিষ্যৎ এর স্বপ্ন। যাকে সামনে রেখে একটা মুক্ত স্বাধীন দেশের স্বপ্ন দেখতে চাই। সেই তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের ৬০০ নেতাকর্মীদের গুম করে রেখেছে। শহশ্রাদিককে হত্যা করেছে পঙু করেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে।'

মির্জা ফখরুল আরও বলেন, 'এখন দড়ি ধরে টান মারতে হবে। খানখান করতে হবে। তাদের তক্তেতাউতকে ছুঁড়ে ফেলে দিতে হবে। জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। '

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়, ঢাকা উত্তরের আহবায়ক আমানাউল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ। বিক্ষোভ সমাবেশ সভাপতিত্বে করেন সেচ্চাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ জামায়াতের তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ যা বলল ঢাকা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ খাগড়াছড়িতে ৩ জন নিহত হওয়ায় জামায়াতের উদ্বেগ ফেনীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু কবে শুরু হবে ভাঙা বাঁধের মেরামত কাজ, গোমতীর পানি বাড়লেই প্লাবিত হওয়ার শঙ্কা ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার উল্টে যুবক নিহত, আহত ৬ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ইউনাইটেড ইয়ুথ মুভমেন্টের মানববন্ধন বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান খালেদা জিয়া : গণতন্ত্রের পক্ষে সংবিধান সংশোধনী

সকল