২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে : মির্জা ফখরুল

সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে : মির্জা ফখরুল - ছবি : নয়া দিগন্ত

কর্তৃত্ববাদী সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি প্রদান করা হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ (সোমবার) সন্ধ্যায় ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ে আওয়ামী নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে।

সোমবার বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে জেলা বিএনপি’র সাংগঠনিক সভার পর সোমবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ে তাদের সন্ত্রাসী হামলা, লুটপাটের ঘটনা সেটাই প্রমাণ করে।

তিনি বলেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা পালন রহস্যজনক। গণতন্ত্রবিরোধী সরকার দেশে বিরোধী দলের স্বাধীন অস্তিত্বটুকু মুছে দিতে চায়। সরকার দমন-নিপীড়ণ, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলা করে ভিন্ন মত ও পথের রাজনীতিকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব এই ন্যাক্কারজনক হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।


আরো সংবাদ



premium cement