১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

৩ মামলায় মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

৩ মামলায় মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর - ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির। বুধবার দুপুরে নারায়ণগঞ্জে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে রিমান্ড শুনানি করা হয়।

এর আগে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণসহ পৃথক ৩ মামলার শুনানি প্রথমে ৯ মে ধার্য করেছেন আদালত। পরে তা পরিবর্তন করে ১২ মে ধার্য করে আদালত।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টের একটি কক্ষে দ্বিতীয় স্ত্রীসহ হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে ছাত্রলীগ-যুবলীগসহ স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে উদ্ধার করে। এ সময় খবর পেয়ে হেফাজতের নেতা-কর্মী ও মাদরাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা ও ভাংচুর চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে হেফাজতের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাংচুর করে। এ সময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়েও ভাংচুর করা হয়। এসব ঘটনায় সোনারগাঁও থানায় একাধিক মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement