চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় বিএনপি
- অনলাইন প্রতিবেদক
- ০৪ মে ২০২১, ০০:৫২, আপডেট: ০৪ মে ২০২১, ০৩:৫৭
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে চান তার পরিবার। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। ফোনালাপে বেগম জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান মির্জা ফখরুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আদালতের এখতিয়ার বলে বিএনপি মহাসচিবকে জানিয়েছেন।
এ দিকে বেগম জিয়াকে সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে লিখিত কোনো আবেদন এখনো করা হয়নি বলে জানিয়েছেন বোন সেলিমা ইসলাম। বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, ডা: আব্দুল্লাহ আল মামুন, ডা: এ জেড এম জাহিদ, ডা: শাহাবুদ্দিন, ডা: সিনা, ডা: ফাহামিদা বেগম, ডা: মাসুম কামাল, ডা: আল মামুন (মেডিসিন), ডা: সাদিকুল ইসলাম ও ডা: তামান্না।
এর আগে ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেয়া হলে ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেয়ার পর আবারো ফল পজিটিভ আসে। পরে গত মঙ্গলবার রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।