০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিনুকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে : নানক

মিনুকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে : নানক - ছবি : সংগৃহীত

রাজশাহী বিভাগীয় সমাবেশে দেয়া বক্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে জাতির সামনে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ‘কৃষক সমাবেশ ও আলোচনা সভায়’ তিনি এসব কথা বলেন। ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আজ রাত, কাল আর সকাল নাও হতে পারে। ৭৫ মনে নাই?’ মিনুর এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘মিনুর বক্তব্য যদি বিএনপি দলীয় বক্তব্য হয় তাহলে আওয়ামী লীগের অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে। সরকারকে অনুরোধ করব তাকে আইনের আওতায় এনে এ বক্তব্যের উৎস কি তা খতিয়ে দেখা হোক।’

বিএনপির দিকে ইঙ্গিত করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ৭৫ সালের ১৫ আগস্ট এর পরে সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে নিষিদ্ধ করা হলো। শুধু নিষিদ্ধই নয়, আমরা যারা মুজিব প্রেমিক ৭ মার্চের ভাষণ বাজানোর চেষ্টা করেছি আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। শুধু গ্রেপ্তারেই ক্ষান্ত হয়নি, তারা বাজার থাকা ৭ মার্চ ভাষণের সকল কিছু মুছে দিতে চেয়েছিল। আজ তারাই ৭ মার্চের ভাষণ পালন করছে। তাদের এসবই দেশ-বিদেশের ষড়যন্ত্রের অংশ।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলার মানুষ সরকার পতনের তর্জন-গর্জন জনগণ আর বিশ্বাস করে না। জনগণ বিএনপির ওপর থেকে আস্থা হারিয়েছে। জনগণ দেশের স্থিতিশীল, শান্তি-শৃঙ্খলায় বিশ্বাসী। বিএনপির আন্দোলনের নামে অশুভ তৎপরতার বিরুদ্ধে সোচ্চার জনগণ। তবুও দেশ-বিদেশের যে ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে তার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ, নিহত ১ সুসি ওয়াইলসকে চিফ অফ স্টাফ করলেন ট্রাম্প সুনীতার স্বাস্থ্য খারাপ হচ্ছে? তালেবান প্রতিরক্ষমন্ত্রীর সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার বৈঠক বাংলাদেশের বিরুদ্ধে দু’দিনে জেতা ভারতের পিচ নিয়ে খুশি নয় আইসিসি ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি! ২২৮ বছর পর সেই সাপের সন্ধান! মাস্ককে নতুন দায়িত্ব দেবেন ট্রাম্প! মার্কিন মুসলিম ও আরব ভোটাররা কেন ডেমোক্র্যাট পার্টি থেকে সরে আসছেন সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন ট্রাম্পের জয়কে ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ বললেন বাইডেন

সকল