২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে সোনার বাংলা গড়ে তোলা হবে : কাদের

- ছবি - সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে সাথে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে।

রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর দলের সহযোগী, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষনীয় উন্নয়ন সাধিত হয়েছে, এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুরা এখনো তৎপর। এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণকে সাথে নিয়ে তাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।


আরো সংবাদ



premium cement