২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়েছে : তোফায়েল

তোফায়েল আহমেদ - ছবি : সংগৃহীত

একাত্তরে পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। বললেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে, ওই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়েছে ভাস্কর্যকে সামনে নিয়ে।’

বুধাবার বেলা ১২টার দিকে ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক মন্ত্রী তোফায়েল বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। এ ভাস্কর্যের ব্যাপার নিয়ে কোনো আপস নেই। যত দিন বাংলাদেশ থাকবে, বাংলার মানুষ থাকবে, তত দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মনি কোঠায় থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। এতে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।’

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ্য এক হয়ে যুদ্ধ করেছি। এক সাথে স্লোগান দিয়েছি। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ্য করেছি। জয় বাংলা স্লোগান দিয়ে আমরা পাকিস্তানি সেনা বাহিনীকে মোকাবিলা করেছি।’

এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।

এ দিকে ভোলায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলায় মহান বিজয় দিবসের সূচনা হয়। বুধবার সূর্য উদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কোস্টগার্ড, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শহীদদের জন্য দোয়া মোনাজাত করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সকল