০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এমসি কলেজে নারী ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মহিলা দলের

-

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানিয়েন।

এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেন, “বর্তমান মিড নাইট সরকারের আমলে দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যাসহ নারী ও শিশু নির্যাতনের যেন মহৌৎসব চলছে। নারী ও শিশু নির্যাতন এখন ভয়ঙ্কর মাত্রায় উপনীত হয়েছে। আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এ ধরণের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। বিভিষিকাময় ও দুর্বিনীত দুঃশাসনের এক ভয়াল রুপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুস্কৃতিকারিরা আইন হাতে তুলে নিয়েছে।

নারী ধর্ষণের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, ‘মায়া-মমতাহীন মানুষ নামের পশুদের দ্বারা সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণের লোমহর্ষক ঘটনায় দেশবাসী শোকে-দুঃখে স্তম্ভিত ও বিমূঢ় হয়ে পড়েছে। দেশবাসী আশা করে এই অমানুষদের নজীরবিহীন শাস্তি হোক। আমরা এই ধরণের লোমহর্ষক ও মানবতাবিবর্জিত ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।’


আরো সংবাদ



premium cement