২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিচার-বহির্ভূত হত্যা বন্ধে সবাইকে সোচ্চারের আহবান মিয়া গোলাম পরওয়ারের

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বিচার বহির্ভুত হত্যা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে মঙ্গলবার মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে আজ গণতন্ত্র বলতে কিছু নেই। বিরোধী দলের কথা বলার কোনো সুযোগ নেই। বিচার ব্যবস্থা ও আইনের শাসনকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী প্রতি মাসে বিপুলসংখ্যক মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। দেশে আইন আছে, আদালত আছে। কেউ অপরাধ করলে তার বিচার হবে। বিনা বিচারে কাউকে হত্যা করার কোনো অধিকার সংবিধান কাউকে দেয়নি। সরকার জনগণের মৌলিক সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দিনাজপুরে একজন ইউএনও-র বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে তাকে মর্মান্তিকভাবে আহত করায় প্রমাণিত হয়, দেশে কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। চিকিৎসাখাতে দুর্নীতি, ভূয়া রিপোর্ট ও অব্যবস্থাপনার কারণে মানুষ আজ হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পাচ্ছে। সরকার নির্বাচনী আইন পরিবর্তন করার মাধ্যমে তাদের একতরফা ও একদলীয় শাসনকে আরো দীর্ঘায়িত করার অপচেষ্টা চালাচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন এবং অনলাইন নিবন্ধনের বাধ্যবাধকতার মাধ্যমে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। দেশে স্বাধীন মত প্রকাশের অধিকার সংকুচিত হয়ে আসছে।

অধ্যাপক পরওয়ার বলেন, সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে মিডিয়া কর্মীদেরকে সোচ্চার হতে হবে। দেশের প্রকৃত চিত্র গণমাধ্যমে তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ করার ভূমিকা পালন করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি

 

 


আরো সংবাদ



premium cement
ফেনী সীমান্তে ৪ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী অত্যাচারে দীর্ঘ ১২ বছর দেশে আসতে পারিনি : সেলিম রেজা ‘সমন্বয়ক’ দাবি করা আহত সোহেলকে ভুয়া বলল ছাত্রদল সিলেটে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার শান্তি প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে : শাহজাহান কপ-২৯ : ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ২০০ মিলিয়ন বরাদ্দ দিতে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ আইসিসির পরোয়ানা : গ্রেফতার হবেন ইসরাইলের প্রধানমন্ত্রী? ছাত্র জমিয়তের ময়মনসিংহ জেলা কমিটি গঠন সবার আগে নির্বাচনী সংস্কার দরকার : এ্যানি হাসিনার নেয়া প্রতিটি রক্তের ফোটার বিচার হবে : ইসহাক খন্দকার ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

সকল