পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিব
- অনলাইন প্রতিবেদক
- ৩১ আগস্ট ২০২০, ২০:০৮
পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। সোমবার বিকেল ৫টায় পাবনা-৪ সংসদীয় আসনের মনোনয়ন বোর্ডের ভার্চূয়াল সভায় তাকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সভা শেষে গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান। এসময় ধানের শীষ প্রতীকে তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ।
পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন, মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ সবার প্রতি কৃতজ্ঞ।
এসময় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা