২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিনহার মৃত্যুতে সরকার কষ্ট পেয়েছে : হানিফ

সিনহার মৃত্যুতে সরকার কষ্ট পেয়েছে : হানিফ - ছবি : সংগৃহীত

মেজর সিনহা হত্যায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সরকারসহ সবারই কষ্ট হয়েছে। সুষ্ঠু তদন্ত চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।

রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন মাঠে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন হানিফ। জায়গাটিকে তিনি বঙ্গবন্ধু স্কয়ার হিসেবে ঘোষণা দেন।

হানিফ বলেন, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা রাতারাতি হয়নি। দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল এখন দেশবাসী পাচ্ছে। বর্তমান সরকার এসব অনিয়ম দূর করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারত– বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রীর দেয়া বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে হানিফ বলেন, মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রীই দিতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি নির্ধারণ করে গেছেন। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। প্রতিবেশীসহ সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।

এসময় কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাব জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ইসলামি আদর্শে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই : রফিকুল ইসলাম ক্ষমতায় যেতে চাইলে কোরআন-সুন্নাহর আদর্শ মানতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন গ্লোবাল লিগ থেকে শিক্ষা নিয়ে সিরিজ সেরা মেহেদী গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ ফরিদপুরে বিদেশী পিস্তলসহ ২ ব্যক্তি গ্রেফতার শাটডাউন এড়ানোর বিল পাশে ব্যর্থ রিপাবলিকানরা অনিশ্চয়তা ডেকে আনলো? ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন : প্রেক্ষাপট বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস পেয়েছে দল : লিটন উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনকে উদ্ধার শ্রীলঙ্কায় শতাধিক রোহিঙ্গা উদ্ধার বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সকল