শফিউল বারী বাবুর কবর জিয়ারত করলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ আগস্ট ২০২০, ১১:১৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/519172_158.jpg)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য মরহুম শফিউল বারী বাবুর কবর জিয়ারত করেছেন স্বেচ্ছাসেবক দলের কয়েক শ’ নেতাকর্মী। তারা কুরবানীর পরদিন রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগতিতে মরহুমের পারিবারিক গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় শফিউল বারী বাবুসহ দেশ ও জনগণের জন্য বিশেষ মুনাজাত করেন নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইয়াছিন আলী, সাদরেজ জামান, মোর্শেদ আলম, সাবেক ছাত্রনেতা মিনহাজুল ইসলাম ভূঁইয়া, মো: ফয়েজ উল্যাহ্, লক্ষ্মীপুর জেলা যুবদলের সৈয়দ রশিদুল হায়দার লিংকন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, আবু সায়েম, সালমান হায়দার রাশেদ, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাইদুর রহমান জুয়েল, এস এম কায়সার লেলিন, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নাছির, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সোলাইমান ঢালি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস, হান্নান, মাহাবুব পলাশ, রামগতি পৌর স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন বাবর, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম সেলিম, লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের মোফাজ্জল হোসেন রতন, রামগতি পৌর আহবায়ক মো: আব্দুল করিম, মো: বেলাল হোসেন, রামগতি যুবদলের শিবলী নোমান, সাবেক ছাত্রদল নেতা শাহ মো: শিশির, মোশারফ হোসেন হাওলাদার, শ্রমিক দল নেতা জহির উদ্দিন সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন নাছির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের খুরশিদ আলম শাওন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা ইব্রাহীম কার্দি ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব মো: হেদায়েত হোসেন ভূঁইয়া, ছাত্রদল নেতা মো: ফয়সাল মাহামুদ, সাইদুর রহমান, যুবাইর, মেহেদীসহ তিন শতাধিক নেতাকর্মী।
গত ২৮ জুলাই ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন ৫১ বছর বয়সী শফিউল বারী বাবু।