০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

প্রতিরক্ষা সচিবের ইন্তেকালে ডা. তাহেরের শোক

-

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
গতকাল এক বিবৃতিতে তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আব্দুল্লাহ আল মহসিন চৌধুরীর সাথে শৈশবকাল থেকেই আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি একজন অমায়িক, নম্র ও ভদ্র মানুষ ছিলেন। অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত সচেতন। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।

সাবেক এমপি এহিয়া মজলিসের ইন্তেকালে শোক : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব কামরুদ্দিন খান এহিয়া মজলিসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার শোকবাণীতে তিনি বলেন, কামরুদ্দিন খান এহিয়া মজলিস ২৯ জুন ইন্তিকাল করেছেন। তিনি ১৯৯১ সালে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একজন নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকার জনগণের সেবায় তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তার ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তার নেক আমলগুলো কবুল করুন ও তাকে জান্নাত নসিব করুন।
বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল