ছাত্রদল নেতা ইব্রাহিমের সন্ধান চায় বিএনপি
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জুন ২০২০, ১৮:১৩, আপডেট: ১৪ জুন ২০২০, ১৮:২৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার লাউজানি থেকে সদর উপজেলাধীন দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। কিন্তু এখন পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মোঃ ইব্রাহিম হোসেনকে আটক এবং তার কোনো হদিস না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি এক বিবৃতিতে বলেন, এই ঘটনা আতঙ্কজনক ও গভীর উদ্বেগের। ইউনিয়ন পর্যায়ের একজন ছাত্রদল নেতাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত।
রিজভী বলেন, বর্তমান শাসকগোষ্ঠী এখন করোনাভাইরাসের মহামারী সময়েও জনগণকে করোনার মরণছোবল থেকে রক্ষার যথাযথ উদ্যোগ গ্রহণ না করে বরং বিরোধী দল ও মতকে দমনে আরো হিংস্র রুপ ধারণ করেছে। আমি অবিলম্বে মোঃ ইব্রাহিম হোসেনকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে ছাত্রদল নেতা ইব্রাহিমের সন্ধান দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। তা না হলে উদ্ভূত ঘটনার জন্য সরকারকে দায়ী হতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা