২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে আরো ৫ টি বেসিন স্থাপন করলো জেডআরএফ

রাজধানীতে আরো ৫ টি বেসিন স্থাপন করলো জেডআরএফ - ছবি : নয়া দিগন্ত

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট থেকে বাংলাদেশের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে সে জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জেডআরএফের প্রকৌশলীবৃন্দ জনগণকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসিন বসানোর কার্যক্রম শুরু করে গত ১৩ এপ্রিল, ২০২০। বেশকিছু বেসিন স্থাপন প্রক্রিয়াধীন আছে।

পূর্বঘোষিত কর্মসূচী মোতাবেক আজ মঙ্গলবার রাজধানীতে ফের ৫ টি স্থানে জনসাধারণের হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করলো জেডআরএফ। বেসিন স্থাপন প্রকল্প পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করছেন জেডআরএফ’র ওয়ার্কিং বডি মেম্বার প্রকৌশলী মোঃ মাহবুব আলম, মনিটর প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী এম এম আশ্রাফ রেজা ফরিদী, কো-অর্ডিনেটর প্রকৌশলী মোঃ ওমাসা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার এবং মোঃ মাজহারুল ইসলাম এবং প্রকৌশলী হাফিজুর রহমান তপু।

নতুনভাবে স্থাপিত ৫টি বেসিন হচ্ছে- ১) ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিনের সৌজন্যে বনানী টিএনটি অফিসের সামনে মোঃ শাহীন আলমের তত্বাবধানে বেসিনের উদ্বোধন করেন গুলশান থানা বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন ভুইয়া। ২) মরহুম সিমোন আরা বেগমের সৌজন্যে বনানীর জামাই বাজার মসজিদের সামনে মোঃ রুহুল আমীনের তত্বাবধানে বেসিনের উদ্বোধন করেন গুলশান থানা বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন ভুইয়া এবং ১ম যুগ্ম সম্পাদক মোঃ আবু ইউসুফ মানিক। ৩) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সৌজন্যে চাঁনখারপুল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের তত্বাবধানে বেসিনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ৪) মিরপুরে এ্যামট্যাবের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুর রব আকন্দ এর সৌজন্যে বেসিনের উদ্বোধন করেন মিরপুর থানা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন আব্দুল। ৫) এবং অধ্যাপক ডাঃ রফিকুল সালেহীন বাচ্চুর সৌজন্যে মিরপুরের রুপনগরে বেসিন উদ্বোধন করেন রুপনগর থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল আউয়াল।


আরো সংবাদ



premium cement
বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন

সকল