০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

মাওলানা লতিফ নেজামীর জানাজা ও দাফন সম্পন্ন

মাওলানা আবদুল লতিফ নেজামী - সংগৃহীত

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যন মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা নরসিংদীর শিবপুর মুন্সেফের চর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজাপূর্বে মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা হারিছুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতী আব্দুর রহীম, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। পরিবারের পক্ষ থেকে পিতার জন্য দোয়ার চান নেজামীর বড় ছেলে মুহাম্মদ ওবাইদুল হক। জানাজা শেষে মরহুমের লাশ তার নিজ গ্রাম পূর্ব সৈয়দনগর বায়তুন নূর জামে মসজিদের পাশে সমাহিত করা হয়। মাওলানা লতিফ নিজামী সোমবার সন্ধ্যায় হঠাঃ অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন।

জানাজায় অংশ নিতে ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে মঙ্গলবার ভোর ৫টায় ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান নরসিংদীর উদ্দেশে রওনা করেন। কাঁচপুর ব্রিজ পার হলে পুলিশ গাড়ি আটকে দিয়ে বলে, সকাল ৯টায় নরসিংদীতে মাওলানা নেজামীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় গণজমায়েত ঠেকাতে সকাল ১০টা পর্যন্ত কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। বিভিন্ন পয়েন্ট দিয়ে নরসিংদী প্রবেশে বাধাপ্রাপ্ত হয়ে হয়ে অবশেষে তারা ঢাকা ফিরে আসেন। গাজীপুর থেকে খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে আরেকটি দল, ঢাকা থেকে মাওলানা ফারুক আহমদের নেতৃত্বে আরেকটি দল নরসিংদী যেতে চাইলে পুলিশের বাধার মুখে তারা প্রবেশে ব্যর্থ হন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। জোটের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মশালা অনুষ্ঠিত পাটগ্রামে আ’লীগের লিফলেট বিতরণ করায় কলেজশিক্ষককে প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে স্বৈরাচার আবারো চেপে বসবে : তারেক রহমান বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায়

সকল