২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

স্বল্প মূল্যে চাল বিক্রি বন্ধের প্রতিবাদ জানিয়েছে জামায়াত

স্বল্প মূল্যে চাল বিক্রি বন্ধের প্রতিবাদ জানিয়েছে জামায়াত - ছবি : সংগৃহীত

চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে স্বল্প মূল্যে চাল বিক্রি বন্ধ করে দেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে গোটা দেশে লকডাউন চলছে। মানুষ কর্ম ক্ষেত্রে যেতে পারছে না। ফলে মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে।

মানুষের কষ্টের মুহূর্তে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি ঘোষণা করে সরকার। যাদের উপর এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব ছিল, তাদের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে চাল বিতরণের কর্মসূচি বন্ধ করে দেয়া হয়েছে। দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে দশ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি বন্ধ করে দেয়া অমানবিক এবং জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়।

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে মানুষ অবরুদ্ধ জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে প্রত্যেক নাগরিকের খাদ্য সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চাল বিতরণের কর্মসূচি জনগণকে আশান্বিত করেছিল। কিন্তু গরীবের চাল আত্মসাতের হিড়িক দেখে গোটা জাতি বিস্মিত। জাতির দুর্যোগকালে যারা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয় তারা মানবতার শত্রু।

তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে চাল বিতরণ কর্মসূচি বন্ধ করে সরকার অমানবিক কাজ করেছে। আমরা সরকারের এ ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। - বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান তদন্তে রাতের ভোটকারীরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি দাভোসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

সকল