মতিঝিলে বিএনপির লিফলেট বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ মার্চ ২০২০, ১৩:৩৫, আপডেট: ১৬ মার্চ ২০২০, ১৪:১৫
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ সরকার জনগণের কল্যাণে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান গণবিরোধী সরকারের নজর নেই। তাদের নজর বিরোধী দল ও মত দমন করতে। আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দলীয় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন রিজভী।
সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শুরু করে আশেপাশের এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
এসময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কৃষক দলের হাসান জাফির তুহিন, শাহজাহান মিয়া সম্রাট, যুবদলের সাবেক নেতা নুরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী ইফতেখায়েরুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক দলের মোঃ মোরশেদ আলমসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শুরু করে শাপলা চত্বর, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও আশেপাশের এলাকায় পায়ে হেঁটে রাস্তায় ও ফুটপাতের দোকান মালিক, পথচারীদের এবং গাড়ির ড্রাইভারের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।