সন্তানের জন্য ভোট চাইলেন খোকার স্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২০, ১৫:১৬, আপডেট: ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২১
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকা রাজপথে নেমে সন্তানের জন্য ভোট চেয়েছেন। আজ সোমবার রাজধানীর নয়াপল্টন পলওয়েল সুপার মার্কেটে দুপুরে লিফলেট দিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেনের জন্য ভোট চান।
এ সময় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।
লিফলেট বিতরণের সময় শ্লোগান তুলে ইসমত আরা বলেন, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মাগো তোমায় একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নে ইসমত আরা বলেন, আমার ছেলে ইশরাক হোসেন সু-যোগ্য প্রার্থী। ইশরাক নির্বাচিত হলে আপনাদের সেবা করতে পারবেন। আপনারা সকাল সকাল ভোট দিতে চলে যাবেন। এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন ও ভোট দেবেন।
ইশরাকের মায়ের সাথে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন, ইশরাকের মামা, মামি, ফুফু, চাচি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।