আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে কুরআন-সুন্নাহর বিকল্প নেই : হাটহাজারীতে বক্তারা
- আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ নভেম্বর ২০১৯, ১৪:৫১
আল্লাহ এবং রাসূলের অনুসণের অর্থই হলো সমাজে নামাজ কায়েম করা, শিরক ও বেদ’আত মুক্ত জীবন গড়া, সুদ, ঘুষ, দুর্নীতি ও জুয়া থেকে সমাজকে মুক্ত রাখা। একটি আদর্শ রাষ্ট্র পারে এ ধরণের সমাজ উপহার দিতে। তাই আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে কুরআন-সুন্নাহর বিকল্প নেই।
বুধবার হাটহাজারীতে 'আল আমিন সংস্থা'র তিন দিন ব্যাপী তাফসির মাহফিলের প্রথম হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ২টা থেকে মাওলানা আনাস মাদানী ও মুহাম্মদ আহসান উল্লাহর যৌথ সঞ্চালনায় ও ১ম, ২য়, ৩য় ও ৪র্থ অধিবেশনে ক্বারী মঈনুদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা লোকমান হাকিম ও মাওলানা ইছহাক নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীর মাহফিলে উদ্বােধনী বক্তব্য রাখেন মাওলানা ওমর কাসেমী।
মাহফিলে তাফসীর পেশ করেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুফতি আব্দুল আজিজ, মাওলানা নজির আহমদ প্রমুখ।