বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫২
বাংলাদেশ খেলাফত মজলিসের ২০১৯-২০২০ সেশনের কমিটি পূনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা ইসমাইল নূরপুরী আমির এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব মনোনিত হয়েছেন।
কেন্দ্রীয় মজলিসের শূরার অধিবেশনে তাদেরকে মনোনয়ন দেয়া হয়। কমিটির অন্যরা হলেন- নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতী হাবীবুর রহমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা জিএম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মূসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, মাওলানা মুহসিনুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল হক, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা আনোয়ার আলী প্রমুখ।
মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, বর্তমানে সব ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। আগের জাতীয় সংসদে ইসলামী দলগুলোর প্রতিনিধি থাকলেও চলতি সংসদে উলামায়ে কেরামের কোনো প্রতিনিধি নেই। ইসলামী দলগুলোর অনৈক্যই এর প্রধান কারণ। তিনি ইসলামী সকল দল ও শক্তির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, গত ৩০ ডিসেম্বর দেশে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে। এ নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বৈধ বলে দাবি করতে পারে না। তাই কারচুপির এ নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা