দেশে ভয়াবহ নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে : অধ্যাপক মুজিব
- বিজ্ঞপ্তি
- ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:০৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেককে ২৬ ডিসেম্বর সন্ধ্যায়, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস এনামুল হককে গত ২৮ ডিসেম্বর, ঢাকা মহানগরীর এড: মোঃ হাবিবুর রহমানকে ২৯ ডিসেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার ও ২৯ তারিখ দুপুর আড়াইটায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী এবং সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন ও তার আপন ভাইয়ের বাড়িতে ইউপি চেয়ারম্যান আকবর হোসেন পলাশের নেতৃত্বে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে সম্পূর্ণভাবে ভস্মিভূত করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
এক বিবৃতিতে বলেন, উপরোল্লিখিত ঘটনাগুলো থেকেই বুঝা যাচ্ছে যে, দেশে কী ভয়াবহ নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে। দেশের জনগণ আগামীকাল ও তার পরে পরিস্থিতি আরও মারাত্মক হওয়ার আশঙ্কা করছে। কাজেই এ ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি প্রতিরোধ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসেবেই সারা দেশে সরকার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। মুহাদ্দিস এনামুল হক দিনাজপুরে ও এড: হাবিবুর রহমান ঢাকায় নির্বাচন সংক্রান্ত কাজে রিটার্নিং অফিসারের অফিসে গেলে সেখান থেকেই তাদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী কাজে বিঘ্ন সৃষ্টির হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের পূর্বে তাদের গ্রেফতার করে তাদের ভোটাধিকার প্রয়োগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সরকার সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষকে গ্রেফতার করে তাদের ভোটাধিকার প্রয়োগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান বন্ধ করে পঞ্চগড় জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা আবদুল খালেকসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান এবং সোনাইমুড়ির জামায়াত নেতা জনাব শাহাবুদ্দিন ও তার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্র্তপক্ষের প্রতি আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা