২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

সুদভিত্তিক অর্থনীতির কারণেই আমাদের জাতীয় অর্থনীতি আজ বিপর্যস্ত : সেলিম উদ্দিন

রামপুরা উত্তর থানা জামায়াত আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও জাকাতশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সুদভিত্তিক অর্থনীতির কারণেই আমাদের জাতীয় অর্থনীতি আজ বিপর্যস্ত। এতে পুঁজিপতির পুঁজি বাড়ছে; দরিদ্ররা হয়ে পড়ছেন আরো হতদরিদ্র। দুর্নীতিও বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে। তাই দেশের অর্থনৈতিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশকে দুর্নীতি ও বেকারত্বমুক্ত করতে জাকাত ও কর্জে হাসানাভিত্তিক ইসলামী অর্থনীতি চালুর কোনো বিকল্প নেই। আর তা করতে পারলেই দারিদ্র, দুর্নীতি, অনিয়ম ও লুটপাটকে বঙ্গপোসাগরে পাঠিয়ে দেয়া সম্ভব হবে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর একটি মিলনায়তনে রামপুরা উত্তর থানা জামায়াত আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও জাকাতশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন, টেন্ডার ও চাঁদাবাজমুক্ত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়া কেবল জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব।

থানা আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির ভিপি শাহাবুদ্দিন, আবুল হাসনাত পাটোয়ারী ও তসলিম আলম প্রমুখ।

মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকার, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রের জাকাত তহবিল থেকে কর্জে হাসানা; প্রয়োজনে আর্থিক অনুদান প্রদান করা হবে। যাতে তারা অনৈতিক কাজ থেকে বিরত থাকতে পারেন। আর এভাবে পাঁচ বছর কাজ করা হলে দেশে জাকাত নেয়ার মতো কোনো লোক থাকবে না। দেশ পুরোপুরি দারিদ্রমুক্ত হবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ও অদ্বিতীয় জীবন বিধান। মূলত, মানবজীবনের সব সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ইসলামে রয়েছে। আর যুগে যুগে এ দ্বীনে হক্বকে বাতিলের ওপর প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়াতে নবী-রাসূলগণকে প্রেরণ করেছেন। কিন্তু তাদের ওপর নেমে এসেছিলো অবর্ণনীয় জুলুম-নির্যাতন। কিন্তু তারা কোনোভাবেই লক্ষ্যচ্যুত হননি। আর আল্লাহর তায়ালার খলিফা হিসাবে সে দায়িত্ব এখন আমাদের ওপর বর্তেছে। মূলত, আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে সর্বাত্মক সংগ্রাম চালানো সবচেয়ে বেশি মর্যাদার। তাই এ পথে হতোদ্যম হওয়া যাবে না বরং সব প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সবাইকে দ্বীনি দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মহানগরী আমীর বলেন, জামায়াত দেশকে একটি মডেল ইসলামী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা ইসলামী আদর্শের ভিত্তিতে দেশের শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিকসহ রাষ্ট্রের সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন সাধন করবো। মূলত, মানবরচিত জীবনবিধান মানুষের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। আর মানবরচিত মতবাদই ভোগবাদ, পুঁজিবাদ, সেকুলারিজম ও ধর্মহীনতার জন্ম দিয়েছে। কিন্তু এসব মানুষের জন্য মোটেই কল্যাণকর হয়নি বরং জুলুমের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে নতুন করে ঢেলে সাজানোর সময় এসেছে। তিনি রাষ্ট্রের কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় সংস্কার সাধনে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল