সরকারি চাকরিতে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনার সুযোগ নেই : বাংলাদেশ খেলাফত মজলিস
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনায় নেয়ার সুযোগ নেই।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সংবাদ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। সিন্ডিকেটে পাসের অপেক্ষায় থাকা তিন প্রার্থীর বিরুদ্ধেই নিষিদ্ধ ছাত্রলীগ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। ভয়ঙ্কর বিষয় হলো- প্রার্থীদের কেউ কেউ বিগত সময়ে আলেম-উলামা ও দ্বীনদার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
তিনি আরো বলেন, আমরা মনে করি, এদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। কথা ছিল এদেরকে বিচারের আওতায় আনা; কিন্তু তা না কারে উল্টো তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
জালালুদ্দীন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস তথা তওহীদি জনতা এই ঘটনায় চরম ক্ষুব্ধ। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিয়োগ প্রক্রিয়া থেকে অভিযুক্ত প্রার্থীদের বাদ দিবেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের প্রতি যেকোনো আনুকূল্য আমাদেরকে সমানভাবে আহত ও ক্ষুব্ধ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা