২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন

- ছবি : সংগৃহীত

দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত করতে যাকাত ভিত্তিক ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর গুলশানের একটি রেষ্টুরেন্টে গুলশান থানা পূর্ব জামায়াত আয়োজিত দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

থানা আমির মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মোতালেব মঈনের পরিচালনায় এবং গুলশান থানা পশ্চিমের আমির মাহমুদুর রহমান আজাদের দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

এছাড়া অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অবিভক্ত গুলশান থানার সাবেক আমির আমিনুর রহমান মনির ও গুলশান থানা পূর্বের সাবেক আমির হোসাইন বিন মানসুর, জামায়াত নেতা মাওলানা তোফায়েল আহমদ, আবদুল মোতালেব টিপন, মাওলানা রহমতুল্লাহ, তৌহিদুল ইসলাম রিয়াজ, হাসনাইন আমিন রাসেল ও ফারুক হোসেন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, ‘সুদভিত্তিক অর্থব্যবস্থা আমাদের জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে প্রান্তিক শ্রেণির মানুষ দরিদ্র হতে দরিদ্রতর হচ্ছে। তাই সমাজে দরিদ্র মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নেই। মূলত, ইসলামী অর্থব্যবস্থায় একমাত্র ইনসাফভিত্তিক সমাজের ভিত্তি তৈরি করে। ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় অর্থনীতি পরিচালিত হলে দরিদ্ররা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং ধনীদের সম্পদ বৃদ্ধি এবং পুতঃপবিত্র করণের জন্য যাকাত প্রদান করবে।‘ তিনি সে স্বপ্নের ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সাহেবে নেসাবকে যাকাত প্রদান এবং সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শিল্পাঞ্চলে সুধী সমাবেশ
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে শিল্পাঞ্চল থানা জামায়াতের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানা সেক্রেটারি নূর উদ্দিন জাহিদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ সময় তেজগাঁও উত্তর থানা আমির হাফেজ আহসান উল্লাহ, শিল্পাঞ্চল থানার সাবেক আমির আলাউদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল থানার নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, থানা কর্মপরিষদ সদস্য নুর মোশাররফ হোসেন, আসাদুজ্জামান, আসাদুজ্জামান মুন্না ও নুরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সাজেকে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন বাংলাদেশ পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত পদত্যাগ করলেন নাহিদ ইসলাম ইবির শিক্ষার্থীদের বহন বাস উল্টে আহত ২৫ বিএনপি নেতা নোমানের জানাজা সংসদ প্লাজা ও নয়াপল্টনে ৩ শিক্ষকের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ঢাবি সাদা দলের আয়নাঘরের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করতে হবে : নুর নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মো: শহিদুল্লাহ, সম্পাদক খন্দকার মিজানুর রহমান ‘শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা’

সকল