২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে : আব্দুর রহমান মূসা

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেছেন, ‘সুদ হচ্ছে জুলুমের হাতিয়ার। সুদের সত্তরটি গুনাহর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আল্লাহ ও তার রাসূল সা.-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মূলত, দেশে সুদভিত্তিক অর্থব্যবস্থা প্রচলিত থাকায় দেশে এতো অশান্তি, দারিদ্রতা এবং অর্থনৈতিক সেক্টরে বিশৃঙ্খলা। ফলে দেশের দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছেন, আর সম্পদশালীরা গড়ছেন অঢেল বিত্ত-বৈভরের পাহাড়। তাই সুদের এ ভয়াবহ অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হলে দেশে সুদভিত্তিক অর্থব্যবস্থার বিপরীতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে। তাহলে দেশ থেকে দারিদ্র বিমোচন করা সম্ভব।‘

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে বাড্ডা উত্তর থানা জামায়াত আয়োজিত সমাজের বিশিষ্টজনদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা। এ সময় থানা সেক্রেটারি ও থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান মূসা বলেন, ‘মূলত রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস। এ মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল বলেই এ মাসের মর্যাদা সমধিক। তাই এ মাসকে কোরআনের মাসও বলা হয়। পক্ষান্তরে মাহে রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে এ মহাগ্রন্থের মর্যাদাও সর্বোচ্চ পর্যায়ের। হাদিসে রাসূল (সা.)-এ উদ্ধৃত হয়েছে, ‘সে ব্যক্তিই হতভাগ্য যে রমজান মাস পেলো অথচ সে নিজের গোনাহ মাফ করে নিতে পারলো না‘। তিনি এ মোবারক মাসে নিজেদের গুনাহ মাফ করে নিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির বারতা নিয়ে আবারো আমাদের মাঝে হাজির হচ্ছে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। তাই এ মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে নিজেদের গুনাহ মাফে আত্মনিয়োগ করতে হবে।‘ তিনি প্রান্তিক শ্রেণির রোজাদারদের সিয়াম পালমে সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
লালপুরে শিমক্ষেত থেকে বৃদ্ধের লাশ সর্বস্তরে দুর্নীতি, বিবেককে কাজে লাগিয়ে মুক্ত হতে হবে : দুর্নীতি দমন কমিশনার নিউজিল্যান্ডের বিপক্ষে মধ্যমানের সংগ্রহ বাংলাদেশের কালিহাতীতে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় সরকারকে আরো উন্নত-শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা নোয়াখালীতে দাফনের ১১ বছর পর জামায়াত-শিবিরের তিন কর্মীর লাশ উত্তোলন এবার অধিকৃত পশ্চিমতীরে ট্যাংক পাঠাল ইসরাইল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা পদত্যাগে প্রস্তুত আছি : জেলেনস্কি মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে : হাসনাত আব্দুল্লাহ মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ ও অপতথ্য সম্পর্কে আইএসপিআরের প্রতিবাদ

সকল