নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের প্রধান হচ্ছেন। এমন গুঞ্জনের মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম।
উপদেষ্টা নাহিদের এই সাক্ষাতের পর উপদেষ্টার পদ থেকে পদত্যাগের গুঞ্জন ওঠে। এ বিষয়ে এখনো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়নি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে আজ সাক্ষাৎ করেছেন, এটুকুই তথ্য আছে। তিনি ছাড়া আরো কয়েকজন উপদেষ্টাও এ সময় সাক্ষাৎ করেন। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবেই তিনি এ সাক্ষাত করেন বলেও জানান এই কর্মকর্তা।