২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

১৭ বছর পর নেত্রকোনায় ফিরছেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর - ছবি - সংগৃহীত

দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তির পর আজ রোববার নিজ এলাকায় ফিরছেন তিনি। এতে উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ নেত্রকোনা জেলাবাসী। বিশেষ করে বাবরের নিজ এলাকা মদন উপজেলাসহ হাওর জনপদের মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়। তাকে নিজ এলাকায় বরণ করতে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণসহ নানারকম প্রস্তুতি নিয়েছে বাবর ভক্তরা।

তবে এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ ও উমরা পালনে চলে যাওয়ায় আর এলাকায় আসা হয়নি। অবশেষে আজ নিজ এলাকায় ফিরছেন হাওরপাড়ের লাখো মানুষের নেতা বাবর।

আজ বিকাল ৩টায় নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দিবেন তিনি। পরে তিনি জেলার মদন উপজেলার নিজ গ্রাম বাড়িভাদেরায় রাত্রিযাপন করবেন। আগামীকাল সোমবার দুপুরে জেলার খালিয়াজুরী ও পরদিন দুপুরে জেলার মোহনগঞ্জ উপজেলায় গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে ওইদিনই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

তিনি নেত্রকোনা-৪ আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। ২০০৭ সাল থেকে গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জেলে ছিলেন লুৎফুজ্জামান বাবর। এসব মামলায় খালাস পেয়ে গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন তিনি।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, জেলার হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী এলাকা। এই এলাকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ বাবরকে ভালোবাসেন। তাই এই তিন উপজেলার লোকজন তাদের প্রিয় নেতার মুক্তিতে উৎসবে মেতেছেন।

লুৎফুজ্জামান বাবরের আপন চাচাতো ভাই মাহমুদুর রহমান মির্জা বলেন, পরিবারের পক্ষ থেকে মদন পৌর শহরের বাড়িভাদেরা গ্রামে থাকা বাবর ভাইয়ের বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রঙ করা হয়েছে। আমরা বাবর ভাইকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, ভাটিবাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবরের মুক্তির পর এবার নিজ এলাকায় ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছেন হাওরাঞ্চলের লাখো মানুষ এবং তিনি এলাকায় এসে আবারো রাজনীতিতে ফিরে হাওর এলাকার মানুষের সার্বিক উন্নয়নের কাণ্ডারি হবেন- এমনটাই প্রত্যাশা তাদের। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল